ডিজিটাল বাংলাদেশ দিবসের ‘অণুগল্প’ প্রতিযোগিতার লিংক

৯ ডিসেম্বর, ২০২১ ০১:১৭  
ডিজিটাল বাংলাদেশ দিবসকে সামনে রেখে অণুগল্প প্রতিযোগিতার আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়; যাতে যে কোনো দেশের নাগরিক যে কোনো ভাষায় গল্প লিখতে পারবেন। ’২০৪১-এর বাংলাদেশ: একটি স্বপ্ন ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে এ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত থাকবে বলে বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর এ প্রতিযোগিতায় ৫০ শব্দের মধ্যে অণুগল্প লিখতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ব্যাপক জনসম্পৃক্ততা সৃষ্টির পাশাপাশি বিদেশিদের কাছেও ডিজিটাল বাংলাদেশের পরিচয় তুলে ধরার লক্ষ্যে সবার জন্য এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ইংরেজিতে প্রতিযোগিতার প্রতিপাদ্য ‘বাংলাদেশ ইন ২০৪১: এ ড্রিম ইন দ্য মেকিং’। ১২ ডিসেম্বর পর্যন্ত এই লিংকের গুগল ফর্ম রেজিস্ট্রেশনের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসের কর্মসূচির মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ র‌্যালির আয়োজন করা হবে।